• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

খুলনা বিভাগের ১০৯৮ টি ইটভাটার মধ্যে ৭৯০ টি অবৈধ

HM Hakim / ৪৫
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

 

অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান

কাইয়ুম খান, খুলনা

খুলনা বিভাগে পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৪ সালে মোট ১০৯৮টি ইটের ভাটা রয়েছে। এরমধ্যে খুলনায় ১৪৬ টি, বাগেরহাট ২৯ টি, সাতক্ষীরায় ১৪০ টি, যশোর ১৫৯ টি, ঝিনাইদাহ ১২৫টি, মাগুরা ৭৩ টি, নড়াইল ৪৮ টি, কুষ্টিয়া ১৮৪ টি, চুয়াডাঙ্গা ৯৩ টি, মেহেরপুর ১০১ টির মধ্যে খুলনায় ১০১ টি বৈধ ৪৫ অবৈধ, বাগেরহাটে ২৬ টি বৈধ ৩ টি অবৈধ, সাতক্ষীরায় ৫৪ টি বৈধ ৮৬ টি অবৈধ, যশোরে ৪৯ টি বৈধ ১১০ টি অবৈধ, ঝিনাইদাহ ৯টি বৈধ ১১৬ টি অবৈধ, মাগুরায় ৪টি বৈধ ৬৯টি অবৈধ, নড়াইলে ১৭ টি বৈধ ৩১ টি অবৈধ, কুষ্টিয়ায় ২১টি বৈধ ১৬৩ টি অবৈধ, চুয়াডাঙ্গায় ২৬ টি বৈধ ৬৭ টি অবৈধ, মেহেরপুরে ১টি বৈধ ১০০ টি অবৈধ। মোট ১০৯৮টি ইটভাটার মধ্যে বৈধ ইটের ভাটা ৩০৮ টি,অবৈধ ইটভাটার সংখ্যা ৭৯০ টি। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের মার্চের মধ্যে খুলনা বিভাগের ৭৮ টি অবৈধ ইটের ভাটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ সাদিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, অভিযোগের ভিত্তিতে অবৈধ ঈদভাটা অপসারণ এর সংখ্যা আরো বাড়তে পারে ।

তিনি আরো বলেন, যে সমস্ত ভাটার হাইকোর্টের রিট রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রন আইন ২০১৩ না মানলে, সে সমস্ত ইটভাটার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন,জ্বালানি হিসেবে ইটভাটায় কয়লা ব্যতীত প্লাস্টিকের বর্জ্য বা অন্য কোন জ্বালানি যদি কোন ইট ভাটা ব্যবহার করে তবে সে সমস্ত ইট ভাটায়ও অভিযান পরিচালনা করা হবে। অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, ইতোমধ্যে খুলনা, যশোর, নড়াইল ও কুষ্টিয়ায় অবৈধ ১৩টি ইটভাটার স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত অবৈধ ইটভাটা বন্ধে জোরালো কার্যক্রম চলমান থাকবে। এবং অবৈধ ইটভাটা বন্ধে স্বাভাবিক কার্যক্রম সারা বছর জুড়েই চলমান থাকবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন