মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের এসআই/মোঃ শাহানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১৫১ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাত অনুমান ১০.৩০ ঘটিকার দিকে ফুলবাড়ী থানার এসআই/মোঃ শাহানুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের মোঃ রাজু আহম্মেদ এর বসতবাড়ীতে পুলিশি অভিযান পরিচালনা করে রাজু আহম্মেদ এর বসতবাড়ীর ভিতর আঙ্গীনা হতে ০২ দুটি মোটর সাইকেল সহ ১৫১ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ উদ্ধার করেছে। এসময় মাদক সম্রাট রাজু আহম্মেদ সহ অজ্ঞাতনামা ০১ জন্য ব্যক্তি পালিয়ে যায়। মাদক সম্রাট রাজু আহম্মেদ উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানায় যে, ফুলবাড়ী থানা এলাকার মাদক নির্মূলে ফুলবাড়ী থানা পুলিশ আত্নরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পুলিশের একটি বিশেষ টিম পুলিশি অভিযান পরিচালনা করে ০২ দুটি মোটর সাইকেল সহ ১৫১ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ উদ্ধার করেছে। পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।