মেহেদী হাসান, রানীশংকৈল, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮৮ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী এক নারীকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামে আবুল হোসেনের বাড়ি তল্লাশি করে ৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সময় আবুল হোসেনের মেয়ে শিমু আক্তার (২৫) কে হাতে নাতে আটক করে যৌথবাহিনী।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, ক্যাপ্টেন মোহাম্মদ হাবিব উল্লাহ মুহিবের নেতৃত্বে ঘটনাস্থলে স্থানীয় সোর্সের তথ্যের মাধ্যমে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৮ পিস ইয়াবা সহ আবুল হোসেনের মেয়ে শিমু আক্তারকে হাতেনাতে আটক করা হয়।
পরে যৌথবাহিনী আটককৃত ব্যক্তিকে রানীংশকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।