• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৩৪
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। এতে মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন (১১ জন) – আব্দুর রহমান, সবুজ সিকদার, সাজ্জাদ চৌধুরী শিহাব, আবু হানিফ, আসাদ রহমান, মোশারফ হোসেন, অ্যাডভোকেট খালিদ, মুজাম্মেল হোসেন, বাচ্চু ভুইয়া, লায়ন মো. নুরুল ইসলাম, সোহেল সিকদার।

আর যুগ্ম সদস্য সচিব রয়েছেন (১০ জন) – মো. আমিরুল ইসলাম আমীর, কবীর আহমেদ, মো. আরিফুল ইসলাম, মেজর জাহাঙ্গীর আলম, মাওলানা ওমর ফারুক, সৈয়দ মাহবুবুর রহমান, রিয়াজ উদ্দিন, নেওয়াজ খান বাপ্পি, আজিজা সুলতানা, আবুল বাশার।

তা ছাড়া এই কমিটিতে পরিবহনের মালিক, শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতা ও ছাত্র প্রতিনিধি রয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন