খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, উন্নত স্বাস্থ্যসেবা ও সুন্দর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ১২ দফা দাবি পেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহসীন আলী ফরাজীর কাছে লিখিত দাবি পেশ করেন এনডিএফেল খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতি শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফররুখ আহমেদ এবং সাধারণ সম্পাদক ডা. শামিম হাসান।
এনডিএফের ১২ দফা দাবিগুলো হলো—নারী চিকিৎসকদের জন্য নিরাপদ জায়গায় নামাজের ব্যবস্থা করতে হবে। হাসপাতালের প্যাথলজি ২৪ ঘণ্টা খোলা রাখা ও প্রয়োজনে ল্যাব টেকনিশিয়ানদের রোস্টারের আওতায় নিয়ে আসা। আউটডোরের জন্য পৃথক প্যাথলজি সেবা ইসিজি, আরবিএস, কিডনি এবং প্রস্রাব পরীক্ষার ব্যবস্থা করা। ইমার্জেন্সি হৃদ্রোগ চিকিৎসা সেবার ব্যবস্থা নিশ্চিত। ইমার্জেন্সিতে ওয়ানস্টপ সেবা এবং তথ্যকেন্দ্র চালু করতে হবে।