মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অসহায়- সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের একদল উচ্ছল স্বপ্নবাজ তরুণ।
শনিবার (২৮/১২/২৪)বিকালে ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ২নং ঘিবায় সংগঠনটির নিজ কার্যালয়ের পাশে ইউনুস আলী মেম্বারের উঠানে অনুষ্ঠানানিকভাবে অর্ধ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সংগঠনটি।
শীতের তীব্র কাঁপুনি থেকে বাঁচাতে হতদরিদ্র জনগোষ্ঠীকে এক টুকরো উষ্ণতা দেওয়ার জন্য প্রতি বছরই শীতবস্ত্র সংগ্রহ করে স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিলিয়ে দেন দরিদ্রদের মাঝে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা- মো.তৌহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনটি'র সভাপতি-মাহবুব আলম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক-মো.মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া,শার্শা উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক- মো. মিলন হোসেন, প্রভাষক সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রি কলেজ মো. মুক্তার আলী,৩নং বাহাদুরপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বর মো. ইউনুছ আলী, সংগঠনের পরিচালক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন প্রমূখ।
এই তীব্র শীতে কম্বল পেয়ে কামারপোতা গ্রামের মৃত ঈশ্বর কামারের স্ত্রী তরো(৭৫) বলেন, আমি খুব খুশি হয়েছি। তীব্র শীতে গরমের জন্য আমার শীতের কোন কম্বল ছিল না। আমি স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্দেশ্যসমূহঃ ১) গরীবদের মাঝে শীতবস্ত্র প্রদান করা ২) সেচ্ছায় রক্ত দান ও সামাজিক এবং শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করা। ৩) এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা। ৪) এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা। ৫) “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা। ৬) সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। ৭)এলাকার গরীব শিশু-কিশোরদের ও ছাত্র ছাত্রীদের মেধাবী করে গড়ে তোলা। ৮) এলাকার মাদকাসক্ত,জুয়াড়ি,বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে কাজ করা।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনটি'র সভাপতি-মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক-মো.মারুফ হোসেন যৌথ বিবৃতিতে বলেছেন-"প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ-মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে স্বপ্নছায়া। প্রতিবছরের ন্যায় এ বছরও তাই শীতবস্ত্র বিতরণ করছে স্বপ্নছায়া। চলতি বছর ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে কম্বল"।
"শীত প্রতিবছর আসে গরিব-অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় কম সামর্থ্যবাণদের। অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারা ভিন্ন অনুভূতির। আমরা
দুঃস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে তাদের গায়ে জড়িয়ে দিচ্ছি কম্বল। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে সবার মুখে"।
আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা- মো. আবুল বাসার, উপদেষ্টা- সাইবুর রহমান সুমন, উপদেষ্টা- মোঃ আশানুর রহমান,উপদেষ্টা- সাগর হোসেন,সহ সাধারণ সম্পাদক- রাসেল মিয়া,সাংগঠনিক সম্পাদক- মো. সেলিম হোসেন,সহ-সাংগঠনিক- ইয়াসিন আলী,অর্থ সম্পাদক- মোঃ সাহেব আলী,প্রচার সম্পাদক- জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক- মফিজুর রহমান,সহ অর্থ সম্পাদক- নুরমান আলী প্রমূখ।