• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

কুড়িগ্রামে যুবদল নেতাকে হত্যা, গ্রেপ্তার-বিচারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৫৫
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ। ছবি : প্রতিদিন খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতা আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা যুবদল নেতা হত্যার ঘটনায় বিএনপি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের গ্রুপকে দায়ী করা হয়। একই সঙ্গে দ্রুত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উলিপুর থানার গোল ঘরে নারীঘটিত একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক শনিবার ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এদিকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার দুদিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাবীব নয়ন, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।


আরও সংবাদ

জরুরি হটলাইন