• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ৫টি গরু ও ৩২০ প্যাকেট জিরাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৪৪
বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ০৫টি ভারতীয় গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরা সহ দুই চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়ীতে অভিযান চালিয়ে জিরা সহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু সহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই/শাহানুর ও এসআই/ রকিবের নেতৃত্বে দুই দল পুলিশ উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভেল্লিরতর সীমান্ত এলাকার গোলাম মোস্তফার বাড়ী থেকে ১১ টি বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার জিরা গুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা। জিরা আটকের খবর পেয়ে পার্শ্ববর্তী অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে আসে।
অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে বাড়ীতে লুকিয়ে রাখায় চোরাকারবারি হাফিজুল ইসলামকে ০৫ টি ভারতীয় গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক গরু ০৫ টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এই বিষয়ে পৃথক পৃথক দুটি মামলা রুজু করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা সহ উদ্ধারকৃত গরু ও জিরা গুলো কাস্টমসে জমা করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন