• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে পাথরবোঝাই ট্রাকচাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৩৫
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলায় পাথরবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আরও এক আরোহী আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার আলুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাগড়াছড়ির সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল চালক ফিরোজ মিয়া বান্দরবানের লামা উপজেলার কামাল হোসেনের ছেলে। আহত মোটরসাইকেলা আরোহী জাকির হোসেন খাগড়াছড়ি সদর এলাকার মো. ওহাব কাজির ছেলে।

জানা যায়, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। সঙ্গে থাকা আরোহী আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, উপস্থিতে আছেন। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরও সংবাদ

জরুরি হটলাইন