• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

পশু হাটে অতিরিক্ত টোল আদায়

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৩৮
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাণীশংকৈল ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার গরু-মহিষ হাটে অতিরিক্ত টোল আদায় করছে হাট ইজারাদার। এ বিষয়ে একাধিক বার অভিযোগ ও মানববন্ধন করলেও কোন পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন।

শনিবার ৪ জানুয়ারী সরে জমিনে গিয়ে দেখা যায়, গরু প্রতি ২৩০ টাকা নেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও আদায় করা হচ্ছে ৫০০ টাকা।
ছাগল প্রতি ৯০ টাকা নেওয়া কথা থাকলেও আদায় করা হয় ১৬০ টাকা। নাম না প্রকাশে অনিচ্ছুক রশিদ লেখক বলেন, গত তিন সপ্তাহ থেকে পুনরায় গরু প্রতি ৫০০ টাকা ইজারা নেওয়া হচ্ছে ।

গরু ব্যপারী ইয়াসিন জানান, ১ টি গরু লেখাইয়ের টোল দিলাম ৫০০ টাকা। প্রশাসন এসে জরিমানা করলে টোল আদায় কম করলেও প্রশাসন চলে যাওয়া পরে আবারো ৫০০ টাকা টোল আদায়ের শুরু করে। ব্যাপারী ইউনুস বলেন, ইজারাদার ইচ্ছে মত টোল আদায় করছে, প্রশাসন এসে নাম মাত্র জরিমানা করে চলে যায়। এ ভাবে টোল আদায় চলতে থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

এবিষয়ে,ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে বলেন, অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অতিরিক্ত টোল আদায়ে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আরও সংবাদ

জরুরি হটলাইন