• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

ভালোবাসার মধ্যমণি ফায়েজুল ইসলাম লাঞ্জু

Asif Billah Anik
Asif Billah Anik / ১০৯
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাবেক উপজেলার সংগ্রামী সভাপতি জনাব ফায়েজুল ইসলাম লাঞ্জু এখন সকলের মধ্যমনি। মাদারগঞ্জ উপজেলা বি এন পির সকল তৃণমূলের নেতা-কর্মীরা তার জন্য পাগল।জনাব ফায়েজুল ইসলাম লাঞ্জুকে মাদারগঞ্জের জনগণ একজন আস্থাভাজন, ন্যায় পরায়ন ব্যাক্তি হিসেবে ভালোবাসে।তিনি রাজনৈতিক জীবনে বিগত ১৭টি বছর বিভিন্ন ভাবে ক্ষমতাসীন সৈরাচারের হাতে নির্যাযাতিত নিপীড়ন সহ্য করেছেন।তিনি রাজনীতি করেছেন ও করেন জনগণের জন্য,তার কর্মীদের জন্য।তার মতে,আমি আমাত জন্য আছি কিন্তু আমার কর্মী ও সমর্থকদের জন্য যদি আমি নিজেকে বিলিয়ে দিতে না পারি তাহলে এই রাজনীতি করে লাভ নেই।রাজনীতি সৃষ্টি হয়েছে জনগণের জন্য আর নেতা সৃষ্টি হয় কর্মী সমর্থকদের জন্য,আমি যদি তাদের ভুলে যাই তাহলে আমি রাজনৈতিক ব্যাক্তি হিসেবে ব্যার্থ।

মাদারগঞ্জ উপজেলায় ৭২টি ওয়ার্ড এর সকল তৃণমূলের নেতা-কর্মীদের একটি দাবী যে-

বিগত দিনগুলোতে আমাদের প্রয়োজনে,বিপদে আপদে আমরা লাঞ্জু ভাইকে পাশে পেয়েছি।দলের দু:সময়ে আমাদের খোজ খবর নিয়েছেন। আমাদের খেয়াল রেখেছেন।তাই আগামীতে তার হাত ধরে যেনো পথ চলতে পারি সেজন্য কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে আকুল আবেদন এই যে,আপনারা আমাদের দিকে একটু সুনজর দিতে মর্জি হবেন ইনশাআল্লাহ।


আরও সংবাদ

জরুরি হটলাইন