• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ছাত্র আন্দোলনে হামলায় ইউপি চেয়ারম্যান রুয়েল গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৪৫
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে জুড়ী উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট জুড়ীতে কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন তারা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। সেখানে ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিনও ছিলেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারেক মিয়া বাদী হয়ে মামলা করেন।

জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন