আঃ হাকিম, বিশেষ প্রতিনিধি, খুলনা বিভাগ।
গত ৮ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলার উদ্যোগে, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া সদর, মোঃ রিফাতুল ইসলামের নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এন এস আর এস ব্রিকস কীর্তি নগরকে ৩ লক্ষ টাকা, বশির ব্রিকস কীর্তি নগরকে ২ লক্ষ টাকা, এইচ এন আর ব্রিকস লক্ষ্মীপুরকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, এ এফ এন আর ব্রিকস লক্ষ্মীপুরকে ২ লক্ষ টাকা সহ ৪টি ইটভাটায় মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাশার। কুষ্টিয়া জেলা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে কুষ্টিয়া জেলা কার্যালয়ের অভিযান চলমান থাকবে বলে জানা যায়।