মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক মাদক কারবারীর শরীরে বিশেষ কায়দায় ফিটিং করে মাদকদ্রব্য গাঁজা বহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে।
জানা যায় বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) ফুলবাড়ী উপজেলার কদমতলা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ তল্লাশি করে শরীরের মধ্যে বিশেষ কাঁদায় ফিটিং অবস্থায় তিন কেজি গাঁজা সহ মাদক কারবারি পলাশ (২৩) ও ইকবাল হোসেনকে (২৪) আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয় পাবনা জেলার পশ্চিম সাধুপাড়া ও সরষি সোনাতলার মঞ্জিল ও মৃত আব্দুল আউয়ালের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায় যে, ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা বালারহাট সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা এসে মাদকদ্রব্য গাঁজা সহ ফেন্সিডিল, ইস্কাপ, ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিয়ে যায়। এতে করে এলাকায় উঠতি বয়সী ছেলেরা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে।এ বিষয়ে থানা পুলিশ, বিজিবি সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, আটক ওই মাদক কারবারিদ্বরয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।