মোঃ আক্কাস আলী বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলে পৃথক অভিযান পরিচালনা করে ৫৫ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ শেখ নেওয়াজ শরিফ (১৯) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এ ঘটনায় থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে,এসআই(নিঃ) আমির হোসেন
সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৬ জানুয়ারী বিকাল ৩'৩০ মিনিটের দিকে পলাতক আসামী মোছাঃ আবেনুর বেগম (৪৯), স্বামী-হেমায়েত মোল্লা, পিতা-আ. হালিম শেখ, সাং-ভবেরবেড় (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর নিজ বসত ঘরের চাউলের ড্রামের মধ্য হতে ২৫ বোতল ফেন্সিডিল, একই দিন বিকাল ৪'১০ মিনিটের দিকে মো. ইয়াসিন হোসেন (২৪), পিতা-মৃত আকমান, সাং-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হইতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ঐ একই দিন রাত ১১'৪০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামস্থ জনৈক মতিউর ড্রাইভারের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামী শেখ নেওয়াজ শরিফ (১৯), পিতা-আব্দুল মজিদ, মাতা-পান্না বেগম, সাং-বড় আচঁড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর ডান হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্য হতে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
আসামী শেখ নেওয়াজ শরীফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষে আজ ২৭ জানুয়ারী সোমবার যথাযথ পুলিশ প্রহরায়8 যশোর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানিয়েছেন।