• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

খুলনার তেরোখাদায় অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যেই এলজিইডির রাস্তার সংস্কার কাজ চলছে ।

HM Hakim / ৬১
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

 

আঃ হাকিম, বিশেষ প্রতিনিধি,খুলনা বিভাগ।

খুলনার তেরখাদা উপজেলার আনন্দনগর হতে শেখপুরা বাজার পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়ক দীর্ঘ বছর যাবত সংস্কারের অভাবে ভোগান্তির মধ্য দিয়ে যান ও জন চলাচল করতো। রাস্তার ভিতরে তৈরি হয়েছিল বড় বড় গর্ত। বিভিন্ন সময় যানবাহন সড়কের বিভিন্ন স্থানের গর্তের ভিতর দিয়ে যাওয়ার সময় ভেঙে বিকল হয়ে পড়তো। ২৩-২৪ অর্থবছরে রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কিছুকাজ করে ফেলে রেখে চলে যায়, পরবর্তীতে ২৪ -২৫ অর্থবছরে রাস্তাটি সংস্কারের জন্য নতুন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মডার্ণ ইঞ্জিনিয়ারিং নিযুক্ত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ইতোমধ্যই কার্পেটিং এর কাজ শুরু করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাস্তার কাজে ব্রিকস চিপস বরাদ্দ না থাকায় রাস্তার বিভিন্ন অংশ অসমতল থেকে যাচ্ছে, যেটা পরবর্তী পর্যায়ে ভারী যানবাহন চলাচল করলে ধসে গিয়ে গর্তের সৃষ্টি হবে। একইভাবে রাস্তার দুই পাশে সিডিউলে ইজিং ধরা না থাকায় যানবাহন রাস্তার পাশ দিয়ে গেলে রাস্তার অংশ ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সরকারের বিপুল অংকের টাকা বিফলে চলে যাবে বলে মনে করছে স্থানীয়রা।

এ সমস্ত বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মডার্ন ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী দীপঙ্কর কুন্ডুর সাথে আলাপ করলে তিনি বলেন, ইজিং এবং ব্রিকস চিপস টেন্ডার এ ধরা থাকলে রাস্তার কাজ অনেক সুন্দর হতো। আমরা আমাদের সাধ্যমত সিডিউল অনুযায়ী সর্বোচ্চ মানের কাজ করার চেষ্টা করছি। এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায়, ইজিং এবং ব্রিকস চিপস রিকাস্ট করে রাস্তাটির সুন্দরভাবে সংস্কার কাজ শেষ করলে রাস্তার মান ভালো হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের যোগাযোগের যে সমস্যা ছিল সেটির স্থায়ী সমাধান হবে।

সার্বিক বিষয়ে তেরখাদা উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা বলেন, এ বিষয়ে এখন আর আমাদের নতুন কিছু করা সম্ভব না। এছাড়া তেরখাদা উপজেলার আরো কিছু গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে কথা বললে তিনি বলেন, বিভিন্ন রাস্তার টেন্ডার শেষ হয়েছে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। আমরা অপেক্ষা করছি, কারণ নতুন টেন্ডার করে কাজ শুরু করতে গেলে অনেক বেশি সময় লাগবে।

আনন্দ নগর থেকে শেখপুরা বাজার পর্যন্ত সংস্কারাধীন সড়কের বিষয়ে এলজিইডি খুলনা জেলা প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদারের সাথে কথা বললে তিনি বলেন, আগের ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজ ফেলে চলে যাওয়ার পর রাস্তাটি নতুন করে টেন্ডার দেওয়া হয় । দীর্ঘদিন পড়ে থাকার ফলে কিছু গর্ত সৃষ্টি হতে পারে, কিভাবে ঠিক করা যায় বিষয়টি আমরা দেখছি।


আরও সংবাদ

জরুরি হটলাইন