• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

খুলনায় অবৈধ বিদেশি সিগারেট বিক্রির দায়ে দোকানিকে জরিমানা ও জব্দকৃত সিগারেট জন সম্মুখে বিনষ্ট ।

HM Hakim / ৯২
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আঃ হাকিম, বিশেষ প্রতিনিধি।

আজ ৩০ জানুয়ারি দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনার নিউ মার্কেট এলাকার খান ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয় । উক্ত অভিযানে দোকানটি থেকে ৩০ হাজার শলাকা অবৈধ বিদেশি এল জি এম, ওমেগা ব্ল্যাক লেভেল, ব্লাক ফ্রুটস, প্লাটিনাম সেভেন ব্লু, ডানহিল, মন্ড স্ট্রবেরি, মন্ড এপেল, ডানহিল কুল, ইজি গোল্ড, অরিস মেন্থল, ওয়ারিশ সুপার স্লিম, অরিস গোল্ড, অরিস ন্যানো, ব্লাক ব্রান্ডের সিগারেট উদ্ধারপূর্বক জব্দ করে। এ সময় পরিচালিত ভ্রাম্যমান আদালত খান ট্রেডার্সকে অবৈধ বিদেশি সিগারেট বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে এবং জব্দকৃত সমুদয় সিগারেট জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করে। অবৈধ বিদেশি সিগারেট বিক্রির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার এ ধরনের অভিযান ভবিষ্যতে চল মন থাকবে বলেও অধিদপ্তর সূত্রে জানা যায়। উক্ত ভ্রাম্যমান আদালত অভিযানে খুলনা জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে ।


আরও সংবাদ

জরুরি হটলাইন