• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

পাংশায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা বাড়িতে ভাংচুর-লুটপাট! আহত ৭

রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী)
রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী) / ৩৪০
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রতন মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী):

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ্বাসের উপর হামলা এবং তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ারম্যান সহ ৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার সময় ইউনিয়নের বয়রাট গ্রামে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস, তার ভাই আব্দুর রহিম, সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু, ভাতিজা ফুরকান, স্ত্রী শায়লা বেগম, ভাতিজি সিনথিয়া আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার সময় ইউনিয়নের বয়রাট গ্রামে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক বাবলু জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার সময় ৬০-৭০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে ৬ টি ঘরের দরজা ভেঙে আমার ভাই চেয়ারম্যান আব্দুর রব মুনা, আব্দুর রহিম, ডাবলু, ভাবী ও ভাতিজাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় ঘরের সমস্ত মালামাল ভাঙচুর করে নগদ প্রায় ৩০ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। আমাকে ও ভাতিজি সিনথিয়াকে হকিস্টিক এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। আওয়ামীলীগ করায় আমাদের পরিবারে এই ভয়াবহ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সরকারি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে সকালে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) স্যারের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন