আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয়াদি নিয়ে শার্শা উপজেলা প্রশাসনের "মাসিক সভা" অনুষ্ঠি
মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা উপজেলার আইন-শৃঙ্খলা,চোরাচালান প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি ইত্যাদী বিষয়াদি সম্পর্কে গত জানুয়ারী/২০২৫ মাসে সরকারি-বেসরকারি অফিস সমূহের করনীয় কি ছিল এবং কতটুকু তা বাস্তবায়িত হয়েছে এবং চলতি ফেব্রুয়ারী/২০২৫ মাসে উল্লিখিত বিষয়ের উপর কি কি বাস্তবায়ন করতে হবে তার উপর আলোচনার জন্য উপজেলা প্রশাসনের প্রতি মাসের ন্যায় "মাসিক সভা" অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে (কনফারেন্স রুম) অনুষ্ঠিত ঐ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।
সভায় উপস্থিত হওয়ার জন্য যে সকল দপ্তর সমূহের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়,সে সকল অফিস সমূহ-
কমিশনার, কাস্টম হাউস, বেনাপোল, যশোর (একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হয়)।
পরিচালক, বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ (একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হয়)।
প্রশাসক, বেনাপোল পৌরসভা, শার্শা, যশোর।
অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সরকারি ডিগ্রী কলেজ/ ফজিলাতুননেছা সরঃ মহিলা কলেজ, শাশা, যশোর।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা, যশোর।
অফিসার ইন-চার্জ, শার্শা থানা/ বেনাপোল পোর্ট থানা/ নাভারণ হাইওয়ে থানা (বিগত মাসের কার্যপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়)।
পরিচালক, বি.এস.টি.আই, ৬২ পুরাতন যশোর রোড, খালিশপুর, খুলনা (মহাপরিচালক, বিএসটিআই, ঢাকা এর ২১.১২.২২ তারিখের ১৩৪২ নং ডিও পত্রের আলোকে একজন উপযুক্ত প্রতিনিধি-কে সভায় প্রেরণের জন্য অনুরোধ করা হয়)।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা/ সিনিঃ মৎস্য কর্মকর্তা। কৃষি কর্মকর্তা/ প্রাণি সম্পদ। উপজেলা প্রকৌশলী/ উপজেলা শিক্ষা/উপজেলা মাধ্যঃ শিক্ষা/ মহিলা বিষয়ক/ সমাজসেবা/ আনসার-ভিডিপি/ সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন। স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস, শার্শা, যশোর।
প্রশাসক, শার্শা / লক্ষণপুর/ গোগা/ বাগআঁচড়া/ উলাশী/ বাহাদুরপুর, বেনাপোল ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর। চেয়ারম্যান, ডিহি। নিজামপুর/ কায়বা/ পুটখালি ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর।
পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বেনাপোল স্থল বন্দর, শার্শা, যশোর।
ক্যাম্প ইন-চার্জ, জি.আর.পি, বেনাপোল রেল স্টেশন, শার্শা, যশোর (বিগত মাসে অবৈধ মালামাল উদ্ধারের লিখিত তথাসহ উপস্থিত থাকতে বলা হয়।
এস.এস.ই/ আই.সি (এল এন্ড সি), বাংলাদেশ রেলওয়ে বেনাপোল, শার্শা, যশোর।
স্টেশন মাস্টার, বেনাপোল রেলওয়ে স্টেশন। নাভারণ রেলওয়ে স্টেশন, নাভারণ, শার্শা, যশোর।
শার্শা উপজেলা কলেজ/বুরুজবাগান সিনিঃ ফাজিল মাদ্রাসা/নাভারণ মহিলা আলিম মাদ্রাসা, শার্শা।
কোম্পানী কমান্ডার, বেনাপোল আইসিপি/ বেনাপোল বিওপি/ধান্যখোলা বিওপি/গোগা বিওপি/পুটখালি বিওপি /অগ্রভুলট বিওপি। শালকোনা বিওপি, শার্শা, যশোর।
প্রধান শিক্ষক, শার্শা সরঃ পাইলট মাধ্যঃ বিদ্যাঃ। বুরুজবাগান মাধ্যঃ বিলাহ/বুরুজবাগান মাধ্যঃ বালিকা বিদ্যাঃ, শার্শা, যশোর।
উপজেলা কো-অর্ডিনেটর, 'বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প', ওয়েব ফাউন্ডেশন, শার্শা, যশোর। দুর্নীতি প্রতিরোধ কমিটি, শার্শা, যশোর।
উক্ত সভায় শার্শা উপজেলা বিএনপি'র উপদেষ্টা-খায়রুজ্জামান মধু, সভাপতি-হাসান জহির,সাধারণ সম্পাদক-নুরুজ্জামান লিটন সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক,যশোর মহোদয়'কে অবহিত করা হয়।