কোস্টগার্ডকে আধুনিক করতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হেলিকপ্টার বোর্ড সংযুক্তির মাধ্যমে আরও আধুনিকায়নে কাজ করা হচ্ছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড অভূতপূর্ব সাফল্য রাখছে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।’
এর আগে, সুশৃঙ্খল বাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে পদক দেওয়া হয়।
বিভিন্ন শাখায় পদকপ্রাপ্তরা হলেন-
ক. কোস্টগার্ড পদক (বিসিজিএম) রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, কমডোর মো. রাশেদ সাত্তার, ক্যাপ্টেন মো. জহিরুল হক, ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ, লে. কমান্ডার এইচ. এম. এম. হারুন-অর-রশীদ, মো. বাবুল আক্তার, মোহাম্মদ ইয়াকুব আলী ও ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান।
খ. প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক (পিসিজিএম) কমান্ডার মো. মাহফুজুর রহমান, লে. কমান্ডার আব্দুল্লাহ্-আল-মামুন, লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ, লে. মো. মুনতাসির ইবনে মহসীন, লে. রুহান মনজুর, মো. মিজানুর রহমান, মো. শাহ আলম, মো. বেলাল হোসেন, নুর মোহাম্মদ ও মো. সাজেদুল ইসলাম সাজ্জাদ।
গ. বাংলাদেশ কোস্ট গার্ড পদক- সেবা (বিসিজিএমএস) পদক ক্যাপ্টেন শেখ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক, সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দিন, কমান্ডার আকতার জামান চিশতী, কমান্ডার মাজহারুল ইসলাম, কমান্ডার মোদাসসেরুল হক, লে. কমান্ডার মো. মোহাইমিনুল হক মাহিম, মো. মনোয়ার হোসেন, মো. রাশেদুর ও নাহিদ হাসান জনি।
ঘ. প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএমএস) সেবা পদক ক্যাপ্টেন রিয়াদ ইবনে জামাল, ক্যাপ্টেন এস এম সুমন হায়দার, মোহাম্মদ ফকরুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, মো. জাকারিয়া, মো. এহসানুল হক, লুৎফর রহমান তারেক, শফিউল ইসলাম তালুকদার, মো. সাইফুল ইসলাম ও মো. আবু তাহের।