আঃ হাকিম, বিশেষ প্রতিনিধি।
১৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে খুলনা জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন রুপসার যৌথ উদ্যোগে, খুলনা জেলার রুপসা উপজেলার ইলাইপুর, মমিনবাগ এলাকার ২টি স্থানে ৩ টি ও ২ টি এবং নিকলাপুর এলাকার ২৫ টি সহ মোট ৩০ টি কয়লা চুল্লি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে সমস্ত চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আগুন নিভিয়ে দেয়া হয়। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির উদ্দেশ্যে রাখা কাঠ জব্দ করে নিলামে ৮ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয় । উক্ত মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন রুপসা উপজেলার সহকারি কমিশনার (ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ পারভেজ আহম্মেদ এবং পরিদর্শক মো: মারূফ বিল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষায় ফায়ার সার্ভিস ও রুপসা থানার পুলিশ সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন। গত ২ ফেব্রুয়ারি একই উপজেলার বেলতলা এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে আরও ১৫টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। বিভাগব্যাপী জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ প্রতিষ্ঠান নির্মূলে, বায়ু দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।