নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করেন।
মশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। মিছিল চলাকালীন ‘ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘চলবে না, চলবে না, নারীর প্রতি সহিংসতা’ সহ নানা স্লোগান দেন তারা। মিছিল শেষে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা।
মুজতবা ফয়সাল নাঈম নামের শিক্ষার্থী বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে মায়ের কাছ থেকে আমরা মাতৃভাষা শিখি, সেই মায়ের জন্য নিরাপদ সমাজ তৈরি না করতে পারায় আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। আজকের যে ঘটনার প্রতিবাদে আমরা এখানে, এরকম অনেক ঘটনা আগেও ঘটেছে। যদি এসব ঘটনার উপযুক্ত শাস্তি দেওয়া হতো, তবে আমাদের আজকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হতো না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই—আমরা দেশকে বদলাবোই।