আঃ হাকিম, বিশেষ প্রতিনিধি খুলনা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয় ও অধীনস্থ জেলা কার্যালয় সমূহে ২০২৪ সালের জুলাই মাস থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত গত ৭ মাসে মোট ১ হাজার ৮২টি বাজার/প্রাতিষ্ঠানিক অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযান সমুহে মোট ১হাজার ৯৫৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ কোটি ৪৪ লক্ষ ৫০টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। ৫৭৫ টি প্রাপ্ত অভিযোগের মধ্যে ৩২২ টি অভিযোগ নিষ্পত্তি হয়। এ সমস্ত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২৬ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিচালিত অভিযানের মধ্যে শিল্প কলকারখানা, বিভিন্ন রকম দোকানপাট, অবৈধ ও নকল দেশি-বিদেশি সিগারেট উল্লেখযোগ্য। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, খুলনা বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ সেলিম রেজা নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানের কারণে খুলনাতে প্রায় বন্ধ হয়ে গেছে অবৈধ বিদেশী সিগারেটের কেনাবেচা এবং এসব অবৈধ বিদেশী সিগারেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম রেজা আরও জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে এ অভিযান খুলনা সহ সকল জেলায় আরও বেশি জোরদার করা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রবাদির বাজার সমূহ দোকানপাট খুব বেশি মনিটরিং করা হবে। এছাড়া বিভাগের রাইস মিলগুলোর উপরে বিশেষ নজরদারি রাখা হবে। চালের বাজার স্থিতিশীল রাখতে রাইস মিল গুলোকে চালের বস্তার উপরে প্রকৃত ওজন ও সর্বোচ্চ খুচরা মূল্য বাধ্যতামূলক লিখতে হবে। যেকোনো রকম পণ্য কেনাবেচার ক্ষেত্রে পাকা রশিদ প্রদান করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রবাদির বেচাকেনার ক্ষেত্রে দোকানপাট ও প্রতিষ্ঠানসমূহকে মূল্য তালিকা বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে। বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহ যেমন, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল কেয়ার সহ এ জাতীয় প্রতিষ্ঠানসমূহে সেবা মূল্য তালিকা বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যবসা বা সেবা কার্যক্রম পরিচালনা করলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা ও খুলনা বিভাগের অধীনস্থ জেলা সমূহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও ভেজাল, নকল ও প্রতারণা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক মনিটরিং ও চলমান রয়েছে ।