মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি :
“ডেভিল হান্ট” অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।
সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) এলাকায় ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা মোঃ মনছুর আলী (৫৫) এবং ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট মোঃ বদরুল ঈমাম মিল্টন(৩২)দ্বয়কে থানা এলাকা হতে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মনছুর আলী (৫৫) চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে এবং এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোঃ বদরুল ঈমাম মিল্টন(৩২) পূর্বধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকার এর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত ০৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলায় উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।