বেনাপোলে ১৫পিচ ইয়াবা সহ গ্রেফতার-১
মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার
যশোরের বেনাপোল ভবেরবেড় গ্রাম(মধ্যপাড়া) হতে ১৫ পিচ ইয়াবা সহ করিম মিয়া নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার(২৪ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে গোপণ সংবাদ পেয়ে থানার একটি চৌকষ পুলিশ দল বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ভবারবেড়(মধ্যপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন এসআই(নিঃ) পবিত্র বিশ্বাস।
তথ্য মোতাবেক ঐ গ্রামের মধ্য পাড়াস্থ বাসিন্দা জনৈক মো. করিম মিয়া ওরফে মাস্টার (৪৫), পিতা-মৃত ফরিদ মিয়া এর বসত বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী করিম মিয়া’কে গ্রেফতার করে পুলিশ। সে সময় আসামীর শরীর তল্লাশী করে ১৫পিচ নিষিদ্ধ ঘোষিত মরনঘাতি মাদক “ইয়াবা” উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৭, তারিখ-২৫/০২/২০২৫ ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
আসামী গ্রেফতার এবং “ইয়াবা” উদ্ধারের কথা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া বলেন,”যশোর পুলিশ সুপার এবং “ক” সার্কেল(নাভারন) এর এ এসপি নিশাত আল-নাহিয়ান এর নির্দেশনায় চোরাচালান রোধ,আইন শৃঙ্খলা এবং মাদক নিয়ন্ত্রণে বেনাপোল পোর্টথানা টহলদারী জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মরনঘাতী মাদক ১৫ পিচ “ইয়াবা” সহ আসামী করিম মিয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ”।
আসামী করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদক আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার(২৫ফেব্রুয়ারী) যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।