সিলেটের গোয়াইনঘাটে টাকা না দেওয়ায় ঘরে আগুন দিয়েছে হাসান আহমদ নামে এক যুবক। বুধবার (০৫ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান আহমদ (২৩) উপজেলার সুলতান পুর গ্রামের আসই মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা জাবের আহমেদ বলেন, বুধবার ইফতারের আগমুহূর্তে আসই মিয়ার বাড়িতে আগুন লেগেছে চিৎকার শুনে দৌড়ে যাই। স্থানীয় বাসিন্দাদের নিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনি। এরপরও ঘরের আসবাবপত্র টিনসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘরে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, বাবার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে আসরের নাামজের পর বাবা আসই মিয়া ও ছেলে হাসান আহমদের বাগ্বিতণ্ডা হয়। ওই সময় বাবা টাকা না দিয়ে চলে যান স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে। আসই মিয়া বাড়ি থেকে বের হতেই ছেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে পাড়া-প্রতিবেশী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছেলেটা বখাটে আর নেশা করে। ছেলেটাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছে তার বাবা। বিকেলে বাবার কাছে টাকা চায় ছেলে। টাকা দিতে অপারগতা জানালে ছেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তবে এ বিষয়ে তার বাবা আসই মিয়া এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।