রতন মাহমুদ, জেলা প্রতিনিধি (রাজবাড়ী):
সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির প্রতিবাদে ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখা।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় পাংশা উপজেলা পরিষদ সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আরাফাত হোসাইন ও সহ-সভাপতি মুহাম্মদ আবু মুসা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান মাহমুল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাহিদ শেখ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সুজন খানসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়া ধর্ষণকাণ্ডে জড়িত ধর্ষকের ফাঁসি কার্যকরের দাবী জানান। এছাড়াও ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবী তোলেন। দোয়া পাঠের মাধ্যমে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত হয়।