নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আসাদুজ্জামান টিপু হাজরার বিরুদ্ধে সোশ্যাল গণমাধ্যম (ফেসবুকে) ষড়যন্ত্র মূলক অপপ্রচার চালায় কিছু ফেক আইডি। এসব ফেসবুক আইডির বিরুদ্ধে ১০ মার্চ সোমবার নাজিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই বিএনপি নেতা।(নাজিরপুর থানার জিডি নং-৪২৮) থানার ডায়েরি সুত্রে জানা যায়, দৈনিক আজকের দর্পন নামের ফেক আইডি থেকে মোঃ আসাদুজ্জামান টিপু হাজরার বিরুদ্ধে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়।সেখানে দেখা যায়, ওই বিএনপি নেতা উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে স্থানীয় একটি নির্মাণাধীন রাস্তার কার্পিটিংয়ের কাজ পরিদর্শন করেন।তখন ভিডিও ক্লিপ থেকে উপস্থিত কিছু লোককে বলতে শোনা যায়, টিপু হাজরা এই রাস্তার কাজে ডিস্টার্ব করে, সে চাঁদা চায়। বিএনপির নাম ভাঙ্গিয়ে সে চাঁদাবাজি করে। টিপু হাজরা এই এলাকার সবচাইতে বড় চাঁদাবাজ।
এবিষয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আসাদুজ্জামান টিপু হাজরা বলেন, ঘটনাটি সম্পুর্ন মিথ্যা। আমার বাড়ির সামনের রাস্তায় কার্পিটিংয়ের কাজ চলতেছে বিধায় কাজের গুনগত মান দেখার জন্য উপজেলা ইন্জিনিয়ারকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। বিষয়টি আপনি উপজেলা ইন্জিনিয়ারের কাছ থেকে জানতে পারবেন। আমি উপজেলা ইন্জিনিয়ারকে সাথে নিয়ে উপস্থিত হওয়ায় যাদের অসুবিধা হয়েছে তারাই ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। বিষয়টি আজকে সকালে আমার দৃষ্টিগোচর হলে ফেসবুকের ওই ফেক আইডির বিরুদ্ধে থানায় জিডি করি। এ ধরনের মিথ্যা অপপ্রচারের সাথে যারাই জড়িত আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী বিএম মাহমুদুল হাসান বলেন, টিপু ভাইকে আমি সাথে নিয়ে সাইড পরিদর্শনে গিয়েছিলাম। যেহেতু তার এলাকার রাস্তা তাই তাকে সাথে নিয়েছিলাম।ওখানে চাঁদা চাওয়া বা কাজে ডিস্টার্ব করার মতো কোন ঘটনা ঘটে নাই। আমি যেখানে উপস্থিত সেখানে এধরণের কোন ঘটনা ঘটারতো সুযোগ নাই।