কাজী রায়হান তানভীর সৌরভ
খুলনা প্রতিনিধি।
খুলনা নগরী যেন অপরাধীদের অভয় আরণ্য হয়ে উঠেছে।
খালিশপুর এর হাউজিং ৩য় তলা সংলগ্ন এলাকায় ১০-০৩-২০২৫ তারিখ রাত আনুমানিক ১০ ঘটিকায় এক ইজিবাইক চালককে গলায় ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে,হাউজিং তৃতীয় তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে একটি ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু ইজি বাইক চালককে দেখতে না পেয়ে এবং বন্ধ স্কুলের ভিতরে দুইজনকে যেতে দেখে তাদের সন্দেহ হয়। সন্দেহ বসে পার্শবর্তী মাদ্রাসার প্রধান শিক্ষক দুইজন ছাত্রকে নিয়ে এগিয়ে এলে তারা দেখতে পায় একজন চালকের পা ধরে রেখেছে একজন মাথা ধরে রেখেছে এবং তৃতীয় ব্যক্তি চালকের গলায় ছুরি দিয়ে আঘাত করে।তখন তারা চোর বলে চিৎকার করায় দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় এক অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু ইজিবাইকটি নিয়ে দুর্বৃত্তদের দুইজন সহযোগী পালিয়ে যায়। তারমধ্যে একজন মহিলা এবং অপর একজন পুরুষ ছিলেন।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেন। তারা আরো জানান আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। আহত চালকের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাধারণ জনগণ জানান, বর্তমানে প্রশাসনের উদাসীনতাই এমন ঘৃণিত কাজের জন্ম দিচ্ছে। তাদের দাবি প্রশাসন যেন সজাগ দৃষ্টি রাখে এবং সাধারণ জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারে।