মোঃ রাহিমুল ইসলাম হৃদয়
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা ইয়ুথ প্লাটফর্মের ২০২৫-২৬ সেশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে উপজেলার ১০ টি ইউনিয়নের ১১ টি যুব সংগঠনের ২ জন করে মোট ২২ টি ভোটারের প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে উপজেলা ভিত্তিক ইয়ুথ প্লাটফর্মের নির্বাহী কমিটি গঠন করা হয়।
এ কমিটি ২০২৫-২৬ দুই বছরের মেয়াদে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে ১১ সদস্যের কমিটিতে ২১ ভোট পেয়ে আরিফুল ইসলাম সভাপতি ও ১০ ভোট পেয়ে মৌসুমী খাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ভোটগ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার আবুল হোসেন, চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী প্রমুখ।