মো. নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য নাজমুল ফেরদৌস লাভলু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আমির ও নেওয়াশী কলেজের প্রভাষক আব্দুস সাত্তার সাজু। উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম লিটু।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটির মূখ্য সংগঠক এ্যাডভোকেট আব্দুল বারেক, সদস্য আব্দুল হাই সিদ্দিকী, নাগেশ্বরী উপজেলা নাগরিক কমিটির মূখ্য সংগঠক মো. হাফিজুর রহমান জুয়েল, ফুলবাড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য এমদাদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।