শেখ রাকিব।
চুয়াডাঙ্গায়, আঁছিয়ার দাফনের আগে ধর্ষকদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে জেলা যুবদলের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। বেলা ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণ কেন্দ্র শহীদ হাসান চত্বরে বিক্ষোভ সমাবেশ কর। এসময় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবদর হোসেন রাজু বলেন আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবাধিকার বিরোধী অপরাধের বিরুদ্ধে – ধর্ষণ। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, যা শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং আমাদের সমাজের মূল্যবোধের ওপর এক অমানবিক আঘাত। প্রত্যেক নারী, শিশু এবং মানবাধিকারকে রক্ষার জন্য আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।
ধর্ষণের শিকার প্রতিটি ব্যক্তির জন্য আমরা ন্যায়ের দাবি করছি। অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে এবং তাদের জন্য কোন ছাড় নেই। কিন্তু শুধু শাস্তির দাবি নয়, আমাদের উচিত এই অপরাধগুলোর প্রতিকার পাওয়ার জন্য সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করা। এমনকি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের প্রতিটি সদস্যকেই তার দায়িত্ব পালন করতে হবে, যাতে ধর্ষণের ঘটনা আর কখনো না ঘটে।
আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, ধর্ষণের বিচারের প্রক্রিয়াকে দ্রুত এবং সুষ্ঠু করতে হবে। যাতে কোনো ধর্ষক আড়াল না পায়, কোনো নিরপরাধী অন্যায়ভাবে শিকার না হয়। আমাদের উচিত একটি সমাজ গড়া, যেখানে প্রত্যেক মানুষ নিরাপদে বসবাস করতে পারে, এবং যেখানে নারী ও শিশুরা তাদের মানবাধিকার ভোগ করতে পারে।
এখন সময় এসেছে, আমরা সবাই মিলে এই অন্যায়কে প্রতিহত করতে একত্রিত হই। এটি শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি মানবতার লড়াই। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে, একে অপরকে সমর্থন দিয়ে এই সংগ্রামে অবিচলিত থাকি,এছাড়াও উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুব দলের সদস্য ফরহাদ রাকিবুল ইসলাম রকি রিংকন হোসেন রিয়াজ হোসেন হৃদয় মিয়া পারভেজ বকুল লতিপ ফতে মানিক শরিফুল রনি।পাঁচ নম্বর ওয়ার্ড যুবদল সাঈদ লাদেন পারভেজ ইকবাল আলামিন জিহাদ সজল প্রজয় রিপন স্বাধীন ষষ্ঠী পবন জীবন আনারুল রানা মাসুদ সাদ্দাম সুজন