বিশেষ প্রতিনিধি:
দেশে নির্বাচন হবে কি হবেনা জনগণ নির্ধারন করবে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
বুধবার দুপুরে রাজধানী মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে দারুস সালাম থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,দেশে কিছু ভুঁইফোড় সংগঠন নির্বাচন পিছানোর অপচেষ্টা করছে।দেশে নির্বাচন হবে কি হবেনা তা এদেশের জনগণ নির্ধারন করবে।
নির্বাচন পিছানোর নামে স্বৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে।
যুবদল ঢাকা মহানগর উত্তরের এই শীর্ষ নেতা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।জনগনকে সাথে নিয়ে স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করব।
আমরা জনগণের সার্থে দেশের সার্থে মাঠে ছিলাম আগামীতে ও থাকবো উল্লেখ করে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এসময় বলেন,দেশের গনতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে গত ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীদের মামলা হামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। বহু নেতাকর্মীকে গুম খুন ও হত্যা করা হয়েছে।ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেশ এবং দেশের মানুষের জন্য যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য হাফিজুল হাসান শুভ্রর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান,মহানগর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দিন,শাহ আলম,মাহাবুব আলম মন্টু প্রমুখ।
আঃ হাকিম
বিশেষ প্রতিনিধি
###