রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি
“আমার নাম নরসুন্দা, আমি বাঁচতে চাই” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় ঘন্টাব্যাপী কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল মুক্তমঞ্চ এলাকায় রিভার বাংলা এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নরসুন্দা নদীকে হত্যা করা হয়েছে। পুনঃখনন ও পুনর্বাসন প্রকল্পে কাজের কাজ কিছুই হয়নি। বরং দিন দিন এ নদীটি ময়লা আবর্জনার স্তুপে পরিনত হচ্ছে। আমরা চাই কিশোরগঞ্জের প্রাণ নরসুন্দা আবার প্রাণ ফিরে আসোক।
এ সময় বক্তারা আরো বলেন, প্রশাসনের উচিত নদী ভরাটের উৎসব, অবৈধ দখলদারদের উচ্ছেদ করাসহ নদীর কচুরিপানা সরিয়ে নদীতে স্বচ্ছ পানির প্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা। শহরের ময়লা আবর্জনা, পলিথিনসহ অন্য কোনো ময়লায় যাতে নদীটি দূষিত না হয় সে বিষয়ে সোচ্চার থাকা।
এসময় জেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।