• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

আওয়ামীলীগ সরকারের দোসর ও গাউসুল আজম মার্কেটে এর সভাপতি, আওয়ামীলীগের অর্থদাতা, অস্ত্র যোগানদাতা মোতালেব এর অন্যায় অত্যাচারের নিরীহ মানুষ অতিষ্ট।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আওয়ামীলীগ সরকারের দোসর মোতালেব মিয়া’র নিকুঞ্জতে ৫টা ৬তালা বাড়ি, হোটেল ডি
মেরেডিয়ানের সাথে গাউসুল আজম মার্কেটে ৩৭ টা দোকান, চাঁদপুরে ৮৫০ শতাংশ জায়গা ও
চাঁদপুরে ১৮০ শতাংশ এর ভিতর বাংলা বাড়ি, শেয়ার বাজারে ১২০ কোটি টাকা রয়েছে,
আওয়ামসী সন্ত্রাসী মোতালেব মিয়ার আরো অনেক স¤পদ রয়েছে সে স¤পদের পরিমাণ গত ১৭
বছরে আওয়ামীলীগ সরকারের দোসর ও আওয়ামীলীগের অর্থদাতা অস্ত্র যোগানদাতা মোতালেব
ছিলেন ছাত্রলীগ ও যুবলীগ আওয়ামীলীগের সন্ত্রাসীদের গডফাদার এর প্রমাণ পাবেন গাউছুল
আজম মার্কেটের বড়পরিষরের দোকানগুলি। উনার আগের পরিচয় উনি ছিলেন পাসপোর্ট
অফিসের দালাল। একজন দালাল হয়ে কোথা থেকে বাড়ি গাড়ি কিভাবে অর্জন করলো তার
খোঁজ পাওয়া যাবে। উনার জীবন কাহিনী সিনেমাকেও হার মানায়। উনি যখন প্রয়োজনে
আইন-শৃঙ্খলা বাহিনীকে ভুল বোঝায়, মোতালেবের পাপের শেষ নেই। আইন শৃঙ্খলাবাহিনী
দয়া করে খোঁজ নিন এবং সাংবাদিকগণও খোঁজ নিন মার্কেটের বাহিরে ও ভিতরে সকল
প্রকারের দারোয়ান ও পুরাতন, নতুন সকল প্রকারের মানুষজন থেকে খোঁজ নিন।
আওয়ামীলীগের আমলে নারী ব্যবসা, মাদক ব্যবসা, অস্ত্র ও সন্ত্রাসীর সাথে জড়িত কিনা
আপনারাই খোঁজ নিন, আওয়ামীলীগের আমলে মোতালেবের হাতে সকল প্রকারের নির্যাতিত
মানুষজন এখন তাকে ধরতে গেলে তিনি আইন ও সকল প্রকারের রাজনৈতিক ক্ষমতা এখনো
দেখায়, বিচার চাই আমার জীবনের নিরাপত্তা চাই।


আরও সংবাদ

জরুরি হটলাইন