প্রভাবশালীদের কাছ থেকে ড্রেনটি উদ্ধার করে পুনরায় চালুর দাবি
শেখ রাকিব।
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সরকারিভাবে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে এবং গোল চত্বরটি ভেঙ্গে ঐ ইট দিয়ে দোকান ঘর নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন দেউলী গ্রামের বাসিন্দারা।
গতকাল রোববার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, দামুড়হুদার দেউলী গ্রামে পানি নিষ্কাশনের জন্য নির্মিত সরকারি ড্রেন বন্ধ করে দোকান ঘর নির্মাণ ও গোল চত্বর উচ্ছেদ করেছে প্রভাবশালীরা। দেউলী গ্রামের মসজিদপাড়ার আলারদ্দীন (৬০) ও তার ছেলে আরিফ (৩৫) তাদের জমির সীমানা অতিক্রম করে সরকারি পাকা ড্রেন বন্ধ করে সেখানে থাকা একটি বটগাছের চারপাশে মানুষের বসার জন্য সরকারি গোল চত্বরটি ভেঙ্গে ওই ইট দিয়ে দোকান ঘর নির্মাণ করেছে। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের ১০ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। তখন ড্রেনটি চালু করে দিলেও পরে আবারও বন্ধ করে দেয় তারা।
তারা আরও বলেন, বিষয়টি দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কাছে মৌখিকভাবে জানানোর পরও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অবিলম্বে সরকারি ড্রেন চালু করে পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন গ্রামবাসীরা।