নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদর পৌর শাখার উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি—পেশার বিপুলসংখ্যক মানুষের আগমণ ঘটে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে গণতন্ত্রকে পরধীনতার শিকলে বেঁধে রাখা হয়েছিলো। আমরা কথা বলার স্বাধীনতা থেকেও বঞ্চিত হয়েছি। আমাদের দাবি আদায়ের লড়ায়ে আমাদেকে নির্যাতন, হামলা, মামলা, গুমের শিকার হতে হয়েছে। কিন্তু আমরা আন্দোলন থামিয়ে রাখিনি। কোনো শক্তি আমাদেরকে দমাতে পারিনি। জুলাই—আগস্টের গণঅভ্যুত্থাতে ১৬ বছরের সেই পতিত স্বৈরাচারের পতন হয়ছে।’
তিনি বলেন, ‘আজকের এই ইফতার আয়োজন থেকে একটি স্পষ্ট বার্তা হলো—স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরক