খুলনা প্রতিনিধি।
স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার তারুণ্য ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ রবিবার খুলনার খালিশপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসহায় মানুষেরা অংশ নেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
দুর্বার তারুণ্য ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে খুলনায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির স্বেচ্ছাসেবক মোঃ ছাব্বির হাওলাদার বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো। আমরা সবসময় মানবতার সেবায় কাজ করতে চাই।”
ইফতার শেষে উপস্থিত অতিথিরা দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।