শেখ রাকিব।
চুয়াডাঙ্গা জেলার বড় বাজার চৌরাস্তা, শহীদ হাসান চত্বরে আজ (১৭ মার্চ ২০২৫) সকাল ১১টায় শিশু আছিয়া (৮) এর ধর্ষক ও হত্যাকারীর দ্রুত ফাঁসি কার্যকর করার দাবিতে এবং সারাদেশে অব্যাহত শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, ধিক্কার প্রদর্শন ও বিবেক জাগ্রত সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতা ফাউন্ডেশন, পলাশপাড়া, চুয়াডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট নওশের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন ও বাপার চুয়াডাঙ্গা জেলা সভাপতি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অধ্যক্ষ (অব.) সিদ্দিকী কুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি রউফুন নাহার রীনা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জীল্লুর রহমান জালাল, মানবতা ফাউন্ডেশনের মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা ঝুমুর, যুগ্ম জেলা জজ -১ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহা জামাল, মানবাধিকার কর্মী হাফিজ উদ্দিন হাবলু, জাসাসের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিমুল হাবিব সেলিম, নারী নেত্রী নাসরিন পারভিন, মানবাধিকার কর্মী আসমা খাতুন, ছাত্র নেতা তূর্য, মানবাধিকার কর্মী জিতু, শান্ত, সিয়াম, সোহাগ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মানি খন্দকার। মানববন্ধন, ধিক্কার প্রদর্শন ও বিবেক জাগ্রত সভা শেষে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিদ্দিকী কুর রহমান, রউফুন নাহার রীনা, হাফিজ উদ্দিন হাবলু, অ্যাডভোকেট নওশের আলী, অ্যাডভোকেট জীল্লুর রহমান জালাল, অ্যাডভোকেট শাহা জামাল, হাবিবী জহির রায়হান, জাকিয়া সুলতানা ঝুমুর, সেলিমুল হাবিব ও নাসরিন পারভিন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানবতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এ সময় তারা শিশু নির্যাত।