• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাখালডাঙ্গা ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯
বুধবার, ১৯ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শেখ রাকিব।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দ্বীননাথপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) বাদ আসর ইউনিয়ন আমীর মাওলানা মহসিন আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার আমীর মাওলানা বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর থানার সেক্রেটারি মোঃ গোলাম রসুল, মাখালডাঙ্গা ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান ও IBWF সদর থানার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ হাওলাদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-নীতির সংগঠন। এটি ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। তিনি বলেন, “ন্যায়বিচার, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ হবে সোনার দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ, ধনী-গরিবের বৈষম্য থাকবে না, সবাই সমান সুযোগ-সুবিধা পাবে।”

ইফতার মাহফিলে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন