• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

মোমিনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শেখ রাকিব।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোমিনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ ২০২৫) বাদ আসর ইউনিয়ন আমীর মাস্টার বজলুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও আব্দুল খালেকের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির আনারুল হক মালিক, সদর থানার আমীর মাওলানা বিলাল হোসাইন, থানা সেক্রেটারি মোঃ গোলাম রসুল, জয়েন্ট সেক্রেটারি মোঃ শাহিনুর রহমান শাহিন, এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই মাসের মাধ্যমে আমাদের আত্মিক শুদ্ধি প্রয়োজন, পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত দেশ গড়তে হবে। সকলকে একত্রিত হয়ে কুরআনের আইন বাস্তবায়ন করতে হবে ও কুরআনের আইন অনুযায়ী আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে, যাতে হানাহানি ও খুনোখুনি বন্ধ হয়। কোরআনের আইন বাস্তবায়ন হলে ধর্ষণ চাঁদাবাজ দখলদারিত্ব আর করার সুযোগ থাকবে না, তাই আগামীদিনে দেশকে শান্তি শৃঙ্খলা আনতে জামাত ইসলামীর কাতারে সামিল হোন।

ইফতার মাহফিলে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন