মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী কুড়িগ্রাম, প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রথমবারের মতো ৬০০ দোকানদারের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী বণিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) ১৯ রমজান ফুলবাড়ী বণিক সমিতি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী বণিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সেরা সঞ্চালনায় ও ফুলবাড়ী বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মেঘবাড়ি হাউজিং এর চেয়ারম্যান এমদাদুল হক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার , ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইসরাইল হোসেনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বণিক সমিতির নতুন কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সামনে আরো ভালো কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ক্বারী মোঃ ওবায়দুল্লাহ। ইফতার মাহফিল শেষে মেঘবাড়ি হাউজিং এর চেয়ারম্যানের পক্ষ থেকে বণিক সমিতি কর্তৃপক্ষকে একটি আলমারি প্রদান করা হয়।