• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্ট চুয়াডাঙ্গা সদর থানার আহ্বায়ক কমিটি গঠন।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৭
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

শেখ রাকিব।

চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্ট এর আহ্বায়ক কমিটি আজ বিকাল ৪:৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জান মোহাম্মদ জীবন-কে সভাপতি এবং মোখলেছুর রহমান মানিক-কে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য পারভেজ বকুল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নেওয়াজ শরীফ, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্টের চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মোঃ বশির উদ্দিন, সদস্য সচিব মোঃ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর এবং সদর থানা কমিটির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি মোঃ বশির উদ্দিন সংক্ষিপ্ত আলোচনায় দেশ ও জনগণের উন্নয়ন নিয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর।

মোঃ আলমগীর তার বক্তব্যে বলেন, “আমরা সবাই সংগঠিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছায় দেশের মানুষের কল্যাণে এগিয়ে যেতে চাই। তবে কমিটির কেউ কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তার দায়ভার সংগঠন নেবে না। যদি কেউ অপকর্মে জড়িত থাকে, প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোঃ আকুল মিয়া, পৌর যুবদলের সদস্য তৌফিকুল ইসলাম বাপ্পি সহ দলীয় নেতৃবৃন্দ।


আরও সংবাদ

জরুরি হটলাইন