শেখ রাকিব।
চুয়াডাঙ্গা সদরের সরিষাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ ১১ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রথম পক্ষের আহতরা হলেন, সরিষাডাঙ্গা গ্রামের মৃত. সুরুত আলীর ছেলে আশা (৫০), একই এলাকার আলী (৬৫) ও তার ছেলে হযরত (৪৫), আশার স্ত্রী মমতাজ (৪৫) ও আরিফের স্ত্রী বৃথী খাতুন (২৬)।
অপরপক্ষের আহতরা হলেন, একই এলাকার খলিলের ছেলে বিল্লাল হোসেন (২৫), সবুর আলী মণ্ডলের ছেলে খলিল (৪৫), তার স্ত্রী ছালমা খাতুন (৪০) ও ছেলে আবু বক্কর (১৮)।মাহমুদ রবিন এছাড়া বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সরিষাডাঙ্গা গ্রামের খলিলের একটি ছাগল প্রতিবেশী আশার বাড়িতে যায়। আশার পরিবারের দাবি ছাগলে ভুষি খেয়েছে । এ কারণে ছাগলটিকে আটকে রাখে তারা। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে লাটি-সোটা নিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ের উভয়পক্ষের নারীসহ ১১ জন আহত হয়৷ পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ১১ জনের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল।