• সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

পাংশার কলিমহর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী)
রতন মাহমুদ (জেলা প্রতিনিধি, রাজবাড়ী) / ৩৪
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রতন মাহমুদ (জেলা প্রতিনিধি) রাজবাড়ী:

রাজবাড়ীর পাংশায় কলিমহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো: আশরাফুল ইসলাম মিয়া।

পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি জনপ্রিয় ব্যাক্তিত্ব বিধান কুমার বিশ্বাস এর সার্বিক পরিচালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম টিপু। পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা। কলিমহর ইউনিয়ন যুবদল নেতা মো: ইমরান হোসেন, যুবদল নেতা মো: মনোয়ার হোসেন, কলিমহর ইউনিয়ন ছাত্রদল নেতা মো: সেলিম মিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাজাহান শেখ, শ্রমিক দল নেতা শহিদ সরদার, যুবদল নেতা খলিলুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম বিদু, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

কলিমহর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম (মুরাদ মিয়া)’র সভাপতিত্বে সঞ্চালনা করেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলামে।

ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: শহিদুল ইসলাম শহিদ।


আরও সংবাদ

জরুরি হটলাইন