আফজাল হোসেন জয়।
বান্দরবান।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতি সংরক্ষণ, হাতির খাদ্য, হাতি ও মানুষের মাঝে দ্বন্ধ নিরসনে স্থানীয়দের মাঝে সচেতনতা মূলক প্রচারনা ,লিফলেট বিতরণ এ সংক্রান্ত নানা বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরই বনবিট এর উদ্যোগে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনি বার (১২ এপ্রিল ২৫ইং) সকাল হতে শুরু করে প্রায় সারা দিন ব্যাপি চলে এই গণসচেতনতা মূলক ক্যাম্পেইন।
ক্যাম্পেইনে অংশ নেন সরই বন বিট অফিসার মো. আব্দুল করিম, স্টাফ ওমর ফারুক, মোস্তফা জামাল সহ সরই ইউনিয়ন ‘এলিফ্যান্ট রেসপন্স টিম ৬’ এর সদস্য মোঃ হোসেন মেম্বার, সোহেল রানা সহ আরও অনেকে।
ক্যাম্পেইনে অংশ গ্রহনকারী সকলেই সরই বাজার চৌমুহনী, লম্বা খোলা,আম তলী, জোটমনি পাড়া সহ বেশ কিছু স্থানে ঘুরে মানুষের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালান, জনসাধারন এর সাথে এবিষয়ে মতবিনিময় করেন, জনসাধারন এর হাতে হাতে পৌছেদেন সচেতনতা মূলক প্রচার পত্র। তারা বলেন,
‘হাতি ও মানুষে দ্বন্ধ নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাই হোক সবার লক্ষ্য, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে না পারলে, ধ্বংস হবে প্রকৃত, ধ্বংস হবে এ বিশ্ব, তাই সবাই মিলে প্রাকৃতিক পরিবেশ বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, হাতিও বাঁচাতে হবে’।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বন্যহাতির লোকালয়ে চলে আসলে মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, মানুষের জানমাল নিরাপদ থাকে, মানুষের ফসলাদি যাতে রক্ষা করতে পারে, মানুষ যেনো হাতির আক্রমনের শিকার না হয়, হাতি ও মানুষে দ্বন্ধ সৃষ্টি না হোক, পাশাপাশি হাতিও যেনো নিরাপদ থাকে এমন কিছু বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আমরা জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোটিভেট প্রোগ্রাম করে থাকি, যাতে মানুষ ও হাতি উভয়ই নিরাপদ থাকতে পারে।