ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লালমোহনের মাটিতে ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেওয়া হবে- শফিকুল ইসলাম বাবুল Logo ভালুকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ Logo জলবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি Logo দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা Logo মামলা কয়টা হয়েছে খোঁজ নিয়ে জানাবেন, আইনজীবীকে সুব্রত বাইন Logo ভোলা জেলার ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন Logo সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর Logo শরণখোয় বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo লালমোহনে নাগরিক উন্নয়ন ফোরামের সৌজন্যে রাস্তার মেরামতের জন্য বালু প্রদান Logo ৩৬ জুলাই শহীদ হওয়ার কাছাকাছি ছিলাম, সুযোগ এলে পিছপা হবো না: আসিফ

বেসরকারি শিক্ষা ফি নির্ধারণে নিয়ম দরকার : ডা. বিধান রঞ্জন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বক্তব্য রাখেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : প্রতিদিন খবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের বেসরকারি শিক্ষায় ফি কেমন নেওয়া যেতে পারে সে ব্যাপারে নিয়ম হওয়া উচিত। তবে এনিয়ে আমাদের (সরকার) কোন নীতিমালা নেই।

শনিবার (১৯ জুন) দুপুরে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত যাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নিতে না পারে। বিশেষ করে তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কেমন হবে তা-ও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন। ফলে প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু আমাদের দেশে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে। আগে এগুলোর মাত্রা খুব কম ছিল, এখন এটি বেড়েছে। কিন্তু সরকারের এমন নীতি নেই যে বেসরকারিভাবে কেউ এটি করতে পারবে না। যদিও প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের তবে কেউ বেসরকারি চালালে এটার কোনো নিরোধকও নেই। ফলে ধরে নেওয়া যায় এটি চলবেই। এ বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। তারা কোন কারিকুলাম ফলো করবে, কী পড়াবে এটি সরকারের নিয়ন্ত্রণাধীন থাকতে হবে।

See also  জবিতে জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সহায়তায় কর্মশালা

তিনি আরও বলেন, বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটি নীতিমালা আছে। এর মাধ্যমে তারা রেজিষ্ট্রেশন নেবে এবং কি পড়াবে সেটি আমরা নির্ধারণ করে দেব। তবে এখন পর্যন্ত সবাই রেজিষ্ট্রেশন নেয়নি। আমরা চাই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনভুক্ত করা এবং তাদের নিয়ন্ত্রণাধীনভুক্ত করা।

এর আগে মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। ইনক্লুসিভ এডুকেশনের বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা ব্যয় বৃদ্ধি, উপবৃত্তির টাকা প্রদান সহজ করা, দক্ষতা বৃদ্ধিতে বেশি বেশি প্রশিক্ষণ, আঞ্চলিক ছুটি, পরীক্ষার ফি, বৃত্তি ও সমাপনী পরীক্ষা নির্দেশনা।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন। সভায় বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পিটিআই ও উপজেলা সহকারী ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লালমোহনের মাটিতে ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেওয়া হবে- শফিকুল ইসলাম বাবুল

বেসরকারি শিক্ষা ফি নির্ধারণে নিয়ম দরকার : ডা. বিধান রঞ্জন

আপডেট সময় : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের বেসরকারি শিক্ষায় ফি কেমন নেওয়া যেতে পারে সে ব্যাপারে নিয়ম হওয়া উচিত। তবে এনিয়ে আমাদের (সরকার) কোন নীতিমালা নেই।

শনিবার (১৯ জুন) দুপুরে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত যাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নিতে না পারে। বিশেষ করে তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কেমন হবে তা-ও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন। ফলে প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু আমাদের দেশে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে। আগে এগুলোর মাত্রা খুব কম ছিল, এখন এটি বেড়েছে। কিন্তু সরকারের এমন নীতি নেই যে বেসরকারিভাবে কেউ এটি করতে পারবে না। যদিও প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের তবে কেউ বেসরকারি চালালে এটার কোনো নিরোধকও নেই। ফলে ধরে নেওয়া যায় এটি চলবেই। এ বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। তারা কোন কারিকুলাম ফলো করবে, কী পড়াবে এটি সরকারের নিয়ন্ত্রণাধীন থাকতে হবে।

See also  দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই : অর্থ উপদেষ্টা

তিনি আরও বলেন, বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটি নীতিমালা আছে। এর মাধ্যমে তারা রেজিষ্ট্রেশন নেবে এবং কি পড়াবে সেটি আমরা নির্ধারণ করে দেব। তবে এখন পর্যন্ত সবাই রেজিষ্ট্রেশন নেয়নি। আমরা চাই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনভুক্ত করা এবং তাদের নিয়ন্ত্রণাধীনভুক্ত করা।

এর আগে মতবিনিময় সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। ইনক্লুসিভ এডুকেশনের বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা ব্যয় বৃদ্ধি, উপবৃত্তির টাকা প্রদান সহজ করা, দক্ষতা বৃদ্ধিতে বেশি বেশি প্রশিক্ষণ, আঞ্চলিক ছুটি, পরীক্ষার ফি, বৃত্তি ও সমাপনী পরীক্ষা নির্দেশনা।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন। সভায় বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পিটিআই ও উপজেলা সহকারী ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।