• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৮
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সদ্যপ্রয়াত বৃটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যক্তিগত সহকারী ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। গত ৯ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান তিনি।

প্রয়াত রানির সম্মানে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে রবিবার (১১ সেপ্টেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

এদিকে, শনিবার রাতে গণভবনে দলীয় বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে সোমবার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ঘনিষ্ঠ প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের যৌথ সম্মতিতে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা ও দিল্লি গত ৬ সেপ্টেম্বর কুশিয়ারা নদীর পানি বণ্টনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা প্রদর্শন করে সাতটি সমঝোতা স্মারক সই করে।

চার দিনের সরকারি সফর শেষে ৮ সেপ্টেম্বর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও সংবাদ

জরুরি হটলাইন