• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

তিন সচিবকে রদবদল, বিটিভিতে নতুন ডিজি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০১
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

তিন মন্ত্রণালয়ের সচিবকে রদবদল করেছে সরকার। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ জুন) এ রদবদল এনে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পিএসসি সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামানকে (কল্লোল) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নতুন সচিব হিসেবে বদলি করা হয়েছে। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেক। পদোন্নতির পর তাকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে পিএসসিতে যোগদান এবং পিএসসির সচিব মু. আ. হামিদ জমাদ্দারের নিয়োগ আগামী ৫ জুলাই থেকে কার্যকর করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সরকারি কর্ম কমিশনের সচিবের রদবদল অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটির ডিজির দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব সোহরাব হোসেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন