• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়নি সরকার: কাদের

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৪
বুধবার, ৭ জুন, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বিএনপির সঙ্গে সরকার কোনো ধরনের আলোচনার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছয় দফা দিবস উপলক্ষে বুধবার (৭ জুন) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, দেশে আমাদের নিজেদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রয়োজন হলে নিজেরাই সমাধান করব। এখানে জাতিসংঘের মধ্যস্ততা বা হস্তক্ষেপের প্রয়োজন আছে, এমন রাজনৈতিক সংকট দেশে তৈরি হয়নি। দেশের যেকোনো সংকটের একমাত্র সমাধান সংবিধান। দেশের সমস্যা নিজেরা আলোচনা করেই সমাধান করা হবে।

আসন্ন নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের জানান, আইন প্রণয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে গণতান্ত্রিক ও শক্তিশালী করেছেন। দেশের গণতন্ত্র এখন পরিপূর্ণ।


আরও সংবাদ

জরুরি হটলাইন